সংকলকঃ আহসানুল হক
পরম করুণাময় আল্লাহর নামে
শুরু ।অতঃপর অগণিত দরূদ ও সালাম
বর্ষিত হোক নবী (সাঃ)-এর উপর । মুসলিম সমাজ বিগত
সহস্র বত্সর যাবত্ মাযহাবী কোন্দলের বিষবাষ্পে জর্জরিত , ভূলুন্ঠিত তাদের মান-সম্ভ্রম । শক্তি সাহস হারিয়ে আজ তারা পিতৃহারা
সন্তানের মতো । মহান আল্লাহ বলেন, “এবং নিজেদের মধ্যে
বিবাদ করো না, করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি
ও প্রতিপত্তি বিলুপ্ত হবে ।” (কুরআন, ৮:৪৬) অনেক দেরিতে হলেও আজ শুভবুদ্ধিসম্পন্ন মানুষ যা সঠিক তা গ্রহণের
প্রয়াস পাচ্ছে । তবুও অনেক মুকাল্লিদ ভাইয়ের নিকট সঠিক দলিল-প্রমাণ তুলে ধরলে বলে,
‘ওটা তো তাদের কথা’। তদুপলক্ষেই বক্ষমাণ প্রবন্ধটির অবতারণা ।