বইঃ দ্বীনী প্রশ্নোত্তর - ফ্রি ডাউনলোড
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
লেখক: শায়খ আব্দুল হামীদ আল ফাইযী আল-মাদানী
(সৌদী আরবের আল-মাজমাআ অঞ্চলের দাওয়াত সেন্টারে কর্মরত দাওয়াত-কর্মী এবং বাংলা ভাষার প্রসিদ্ধ লেখক ও অনুবাদক।)
বইটি স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই বইটি পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।
যাযাকাল্লাহ লোড করে নিলাম...সফটটি লোড করলে আরো ভালো হয়-”বাংলা হাদিস সফটওয়্যার”-
ReplyDeletehttp://www.bangla-hadith.com/soft/Hadith_Software_beta.exe