আলহামদুলিল্লাহ হির রব্বীল আ’আলামীন। ওয়াস স্বলাতু ওয়াস্ব সলামু আ’লা রসুলিহীল আমীন। মহান আল্লাহ রব্বুল আ’লামীন বলেনঃ
هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَযেহেতু আমাদের জন্য চাদ একটি তাই এর হিসাবের মাস গননাও একটি হবে এটাই নিয়ম। কিন্তু সমগ্র বিশ্বব্যাপী যেখানে একই চাদের উপর মাসের হিসাব করে সেখানে আমাদের উপমহাদেশে বিভ্রান্তির জন্য আলাদা মাস গননা করা হয় যা কুর’আন ও সহিহ সুন্নাহ পরিপন্ঠী। শুধুমাত্র উদয়স্থলের পার্থ্যক থাকার কারনে বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সিয়াম, ঈদ পালন হবে এটা মুসলিম উম্মাহের ঐক্যের এক চরম দুর্বলতা। তাই এ বিষয়ে একটি সবেষনামুলক কিতাবঃ
তিনিই তো সূর্যকে করেছেন তেজস্কর, আর চন্দ্রকে জ্যোতির্ময়, আর তার জন্য নির্ধারিত করেছেন অবস্থানসমূহ যেন তোমরা জানতে পারো বৎসরের গণনা ও হিসাব। আল্লাহ্ এ সৃষ্টি করেন নি সার্থকতা ছাড়া। তিনি নির্দেশাবলী বিশদ-ব্যাখ্যা করেন সেইসব লোকের জন্য যারা জ্ঞান রাখে। [সুরা ইউনুসঃ ৫]
পৃথিবীব্যাপী একই দিনে সিয়াম, ঈদুল ফিতার আরাফা ঈদুল আযহা আশুরা পালন সম্পর্কিত সংশয় নিরসন
- মুহাম্মাদ এনামুল হাক আল-মাদানী
বইটি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকেঃ
No comments:
Post a Comment