Wednesday, 31 July 2013

একই দিনে স্বওম (রোজা) ও ঈদ


বইটি মোট ৪৬ পাতার। তন্মধ্যে প্রথমে কোরআন ও সহীহ হাদিস দিয়ে প্রমাণ করা হয়েছে যে সারা বিশ্বে রোজা ও ঈদ পালন হতে হবে একই দিনে। বইটিতে রয়েছে ১২ টি প্রশ্নের উত্তর যেই প্রশ্নগুলো সাধারণ মানুষের মনে আসে যে কেন আমাদের একই দিনে রোজা ও ঈদ পালন করতে হবে। যারা বলে একই দিনে রোজা ও ঈদ পালন করতে হবে না তাদের ৯ টি পাল্টা প্রশ্ন করা হয়েছে।

2 comments:

  1. Jajakallahu Khairan Brother...........

    ReplyDelete
  2. এখানে আরো কিছু বই পাবেন যা আপনার ব্লগে আপলোড করলে মুসলিমরা আরো ভালো কিছু শিখতে পারবে।
    www.downloadquransoftware.com
    যেমন- আক্বিদাহ সংক্রান্ত বই "আল্লাহর অবস্থান কোথায়"
    মাযহাব বিষয়ক বই আমাদের মাযহাব কি বিভিন্ন ভাগে বিভক্ত?
    আক্বিদাহ বিষয়ক আরেকটি বই "ওয়াহীর আলোকে দাজ্জাল" এছাড়াও আরো কিছু ভালো দালিল ভিত্তিক বই।

    ReplyDelete